Sunday, 22 December 2024, 02:14 PM

টঙ্গীতে আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের টঙ্গীতে জুনায়েদ (২৫) নামে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। জুনায়েদ টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। পুলিশের ধারনা তিনি আত্মহত্যা করেছেন।

প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী থানার এসআই আশরাফুল জানান, শনিবার দিবাগত ১০টার দিকে জুনায়েদ তার কর্মস্থলে দায়িত্ব পালন করতে যান। রাত ১১টার দিকে তিনি গুদামের বাথরুমে গেলে সেখানে একটি গুলির শব্দ শুনতে পান তার সহকর্মীরা। পরে সহকর্মীরা সেখানে ছুটে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

B/P/N.