দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৪ আসন (চিরিরবন্দর-খানসামা ) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি একটি জনমুখী দল। আমরা জনগণের প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।
জনগণের প্রত্যাশা একটি দ্রুত নির্বাচন। তাই তৃণমূল মানুষের এখন একটাই দাবি প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া। বর্তমানে দেশে যে নৈরাজ্য চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখে মানুষ শঙ্কিত। মানুষের এই শঙ্কা কাটাতেই আমরা একটি দ্রুত গ্রহণযোগ্য সুস্থ নির্বাচনের দাবি জানাচ্ছি। কারণ একটি নির্বাচিত সরকার ছাড়া এই অরাজক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়।
তিনি আজ দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন প্রাণবন্ত। আমাদের দেশনেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গোটা বাংলাদেশ তার সুস্থতায় দোয়া-খায়ের, মিলাদ মাহফিল, ইফতার পার্টির আয়োজন করছে। তিনি সুস্থ হয়ে ওঠা মানে, গোটা বাংলাদেশ সুস্থ হয়ে ওঠা। অসুস্থতার মধ্যেও তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা দিচ্ছেন। সেই সাথে আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফাই হচ্ছে এদেশের জন্য প্রকৃত সংস্কারের প্রতিচ্ছবি। এই ৩১ দফা বাস্তবায়ন করতে দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। সুখে-দুখে মানুষের পাশে দাঁড়াতে হবে। বিভক্তি নয় ঐক্যবদ্ধ শক্তি সব সময় ইতিহাসে বিজয়ের মালা পড়েছে।
ইফতার মাহফিলের আগ মুহূর্তে বেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া প্রার্থনা করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া , দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কোকো রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল হালিম, উপজেলা বিএনপির সদস্য মহসিন আলী শাহ, খাইরুল আলম, জেলা যুবদলের শাহরিয়ার জামান শাহ নিপুন, উপজেলা বিএনপি সদস্য ও ৪ নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী, উপজেলা বিএনপি'র সদস্য আজিজিয়া রহমান শাহ, জাহিদুর রহমান, আব্দুল জলিল শাহ, ডা: গোলাম মোস্তফা, আব্দুল হাই শাহ সহ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ নেয়।