কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) টেপারহাট শাখার ম্যানেজার মোকলেছুর রহমান।
বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৫ মার্চ ২০২৫ইং তারিখে তথ্য ফরমে আবেদন জমা দেওয়ার জন্য টেপার শাখায় যান দৈনিক দাবানল ও আজকালের খবরের সাংবাদিক কাওছার হামিদ। ব্যাংকের ম্যানেজারের নিকট আবেদন জমা দেন। ম্যানেজার আবেদনখানা পড়ে সাংবাদিককে ফেরত প্রদান করেন এবং বলেন আমার এসব তথ্য দেওয়ার কোন নিয়ম নেই আপনি আমাদের হেড অফিসে আবেদন করে তথ্য নিন।
পরে বিষয়টি নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী জোনাল অফিসার আ স ম মোশফিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি টেপারহাট শাখার ম্যানেজার আমাকে বলেছিল। তাছাড়া আমি বিষয়টি কনসাল্ট ডিপামেন্ট এর সাথে কথা বলেছি এমডি স্যার বরাবর আবেদন করতে হবে। এ ব্যাপারে রাজশহী হেড অফিসের ডিজিএম জাকির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এগুলো দেওয়ার কোন সুযোগ নেই আপনাদেরকে। এগুলো গ্রহকের কিছু গোপনীয় বিষয় আছ্,ে জরুরী মনে করলে হেড অফিসে এডি বরাবর আবেদন করলে ওনি যদি অনুমোদন দেন তাহলে পাবেন।