ডেস্ক রিপোর্টঃ সাভারের আশুলিয়ায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদী পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৭টার দিকে সাভারে আশুলিয়ায় আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক মুজাহিদ মিয়া (২০), মো. শাহীন (৩২), মো. আরিফ (১৮) ও আবদুল কাদের। কাদেরের বয়স জানা যায়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক জাভেদ মাসুদ (তদন্ত) বলেন, চালক এবং তার সহকারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় বিষয়ে কিছু জানা যায়নি।
K/K/N.