Thursday, 17 April 2025, 02:47 AM

উল্লাপাড়ায় ইরি-বোরো মাঠে কৃষিকর্মকর্তাগণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : কৃষির উন্নয়নে কৃষকদের পরামর্শ দিতে সরাসরি টিম নিয়ে মাঠে কাজ করছেন 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্কাগণ।    উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিকর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমীর দিক নির্দেশনায় আজ দুপুরে উপজেলার ৩ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ইরি-বোরো মাঠে গিয়ে টিমের সদস্যরা কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।পরামর্শের মধ্যে উল্লেখযোগ্য ছিল কারেন্ট পোকা সনাক্তকরন ও প্রতিকার।টিম লিডার গণ উপজেলার রামকৃঞপুর ইউনিয়নের জালসুকা,দবিরগঞ্জ মাঠ,সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি মাঠ ও হাটিকুমরুল ইউনিয়নের রামার চর মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন।  

এ সময় উপ-সহকারি কৃষিকর্মকর্তা টিম লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন,সোহেল আরমান,আরিফ মাহমুদ,রফিকুল আলম,রেজাউল করিম,হারুনর রশীদ,জুয়েল প্রমুখ। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  কৃষকেরা উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P