সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজের পাশে খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।গতকাল রবিবার ভোরে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পুলিশ জানায়,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা জানান,শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল নিখোঁজ হন। আশেপাশে বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরদিন সকালে খাল থেকে তার লাশ উদ্ধার হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।শহিদুল ইসলাম মন্ডল মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে জানান অনেকেই। পুলিশ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুের কারণ জানা যাবে।