Tuesday, 29 July 2025, 01:31 PM

উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থীকে নিয়ে...

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারার ঘটনায় শিক্ষার্থী ইসতিয়াক হুসাইনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এবার একটি বিবৃতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের নিকট হস্তান্তর প্রসঙ্গে দেওয়া ওই বিবৃতিতে ডিএমপি জানিয়েছে, গত ১৪ মে বুধবার রাত আনুমানিক ১০ টায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি দাওয়ার বিষয়ে মতবিনিময়ের জন্য সরকারের তথ্য উপদেষ্টা কাকরাইল মসজিদ এলাকায় যান। মতবিনিময়ের একপর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলকারীদের মধ্য থেকে কে বা কারা একটি পানির বোতল ছুড়ে মারে, যা আকস্মিকভাবে তার মাথায় আঘাত করে।’


ছাড়া পেয়ে যা বললেন উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী,


বিবৃতিতে আরও বলা হয়, ‘বিষয়টি খতিয়ে দেখা, জড়িত ব্যক্তিকে সনাক্ত এবং এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনের নিমিত্তে ঢাকা মহানগর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ হোসাইন নামক এক ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করে। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের একটি দল গত ১৫ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকায় তার মেস থেকে শনাক্তকৃত ঐ ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে তার সঙ্গে ঐ মেসে বসবাসরত অন্যান্য সদস্যদের তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।’


বিবৃতিতে আরও বলা হয়, ‘জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটেনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১৬ মে আনুমানিক ১২ টায় তিনি উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং এজন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে প্রস্তুত রয়েছেন বলে অবহিত করেন।’


বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাপূর্বক তাকে পরিবারের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হলে ১৬ মে দুপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ১৬ মে সন্ধ্যা ৬ টার সময় তাকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, ডিবি অফিসে উক্ত ব্যক্তির আগমন, জিজ্ঞাসাবাদ ও হস্তান্তরের বিষয়টি যথাযথভাবে ডিবি অফিসে রক্ষিত জিডিতে লিপিবদ্ধ করা হয়েছে।’


এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেটের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। এরপর বোতল নিক্ষেপকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়।

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P