Saturday, 12 April 2025, 07:48 AM

উত্তরা প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির সভাপতি আজাদ ও...

রাজধানীর উত্তরায় বসবাসরত সকল সাংবাদিক নিয়ে গঠিত উত্তরা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন(২০২৫) অনুষ্ঠিত হয়েছে।


১৫ ফেব্রুয়ারি শনিবার সারাদিন নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহন।এর  আগে মনোয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে প্রার্থী বাছাই ও চুড়ান্ত  করা হয়।


ক্লাবের উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্ণয় করে ভোটারদের উপস্থিতিতে শেষ হয় নির্বাচনী কার্যক্রম। বিকেল চারটার পর ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।




এসময় উপস্থিত ছিলেন  ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা খন্দকার আলমগীর হোসেন।প্রধান নির্বাচন কমিশনার মাকসুমুল হাকিম ,এবিএম মনিরুজ্জামান ও সেলিম কবির।


কমিটিতে সভাপতি পদে  বিজয়ী হয়েছেন  বিজয় টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ।সাধারণ সম্পাদক হয়েছেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের আরিফুল ইসলাম।


এছাড়াও অন্যান্য নির্বাচিতরা  হলেন, সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদার (প্রতিদিনের সংবাদ) , সহ সভাপতি   এস.এম. সাইফুর নুর শুভ (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী (দৈনিক ঢাকা), সাংগঠনিক সম্পাদক মোঃ যোবায়ের হোসাইন  (সকালের সময়), অর্থ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন শামীম ( )  দপ্তর সম্পাদক মো. রেজাউর রহমান (ক্রাইম পেট্রোল বিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম একা (তৃতীয় মাত্রা), নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আকতার পুষন (মাই টিভি), প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম হাসান ( ) আপ্যায়ন সম্পাদক মোঃ রবিউল আলম রাজু (প্রাণের বাংলাদেশ), কার্য নির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান মজুমদার (যায়যায়দিন)।


তবে সাংগঠনিক, দপ্তর, মহিলাবিষয়ক সম্পাদকসহ কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


গেল বৈষম্য বিরোধী আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের আমলে এমন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পর্বেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় রাজনীতিবিদ , সমাজসেবক, ও সকল শ্রেণি পেশার মানুষ।


বিজয়ীদের নাম ঘোষনার পর সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন,আমি একশ জনের ভোটে বিজয়ী হয়েছি ক্লাবের সকল সদস্যই আমার।আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি উত্তরা প্রেস ক্লাবকে  একটি মডেল প্রেস ক্লাব করতে চাই।আপনারা সকলে ক্লাবকে সহায়তা করবেন।


সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে সম্পাদক আরিফুল ইসলাম বলেন, এ বিজয় সবার বিজয় । আজকের পর থেকে উত্তরায় সাংবাদিকদের মধ্যে আর কোন বৈষম্য থাকবে না।সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।


নতুন কমিটি শপৎ গ্রহনের পর কমিটির সকলে ক্লাবের উন্নয়নে ও নিজ নিজ দায়িত্ব পালনে  সক্রিয় ভুমিকা রাখবে সেই প্রত্যাশা এখন সবার।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P