Friday, 05 December 2025, 04:13 PM

উত্তরা প্রেসক্লাবের আয়োজনে মরহুম শিবলীর স্মরণে দোয়া মাহফিল...

উত্তরা প্রেসক্লাবের আয়োজনে মরহুম শিবলী রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর উত্তরা রাজলক্ষী ভুতের আড্ডা রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ, ঢাকা-১৮ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী আশরাফুল হক, খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী সাইফুদ্দিন খন্দকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।


বক্তারা মরহুম শিবলী ভাইয়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং সাংবাদিকতার জগতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শিবলী ভাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ, ন্যায়নিষ্ঠ ও সৎ সাংবাদিক। সত্য প্রকাশে তিনি ছিলেন আপসহীন। তার অকাল মৃত্যু সাংবাদিক মহল ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।


ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ বলেন, “শিবলী ভাইয়ের মতো সৎ ও সাহসী সাংবাদিক আজকের দিনে খুবই প্রয়োজন। তার জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে।”


অন্য অতিথিরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। শিবলী ভাই সেই বিবেকের দায়িত্ব পালন করতে গিয়ে সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেছেন। তার জন্য দোয়া করার পাশাপাশি সাংবাদিক সমাজের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানের সঞ্চালনা করেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক ইসলাম শামীম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলামসহ উত্তরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।


আলোচনা সভা শেষে মরহুম শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে প্রার্থনা করেন, মহান সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ. ইসলাম চন্দনসহ প্রমুখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P