Thursday, 24 April 2025, 06:13 PM

ভারী বর্ষণের সতর্ক বাণী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্টঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সোমবার দুপুর ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও-কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মি.মি.) থেকে অতিভারী (>৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

B/S/S/N.

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P