Thursday, 13 March 2025, 02:47 AM

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিডি নীয়ালা নিউজ(১ই মে১৬)-স্পোর্টস ডেস্কঃ  এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে দলটি।

রোববার তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ভারতকে ৪-০ গোলে উড়িয়ে  টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল বাংলাদেশ।

এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ। পরে সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আর ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারাল বাংলাদেশের ক্ষুদে মেয়েরা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P