Friday, 05 December 2025, 03:58 PM

ভেন্যু পরিবর্তন ও নকলমুক্ত পরীক্ষা হওয়ায় আগানগর ডিগ্রি...

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে। কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।


এদিকে এ বছর কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আগানগর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ২৭৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৭০ জন। তাঁদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ২ জন। আগানগর ডিগ্রি কলেজে এবার পাসের হার ২৮ দশমিক ৫২। পাস করেছেন ৭৭ জন। ১৯৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।  


আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন', আপনি কলেজে আসেন সরাসরি কথা বলি। ফলাফল বিপর্যয়ের কারণ অনেক মোবাইল ফোনে বলা যাবে না। কলেজে আসলে চা খেতে খেতে বলবো।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P