Sunday, 22 December 2024, 08:59 AM

ভক্তরাই নাম দেবেন কুমার বিশ্বজিতের অ্যালবামের

বিডি নীয়ালা নিউজ(২৮জানুয়ারি১৬)- বিনোদন ডেস্ক:  প্রথমবারের মতো ডুয়েট অ্যালবাম করছেন কুমার বিশ্বজিৎ। তিন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, শুভমিতা আর ন্যানসির সাথে গাইলেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে অ্যালবামটি। জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের সুরে প্রকাশিতব্য অ্যালবামটির নামকরণ করবেন তারই ভক্তরা, ঘোষণা দিলেন কুমার বিশ্বজিত।


বিশ্বজিৎ জানান, তার গানের প্রাণ ভক্ত তথা শ্রোতারা। তাদের সঙ্গে যোগাযোগ অটুট আছে। নতুন করে বন্ধনটা দৃঢ় করার উদ্দেশে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে।


শিল্পী জানান, যার দেওয়া নাম চূড়ান্ত করা হবে তিনি পাবেন অ্যালবামটির প্রকাশনা উৎসবে যোগ দেওয়ার সুযোগ।


নাম লিখে পাঠানো যাবে দুটি উপায়ে। মোবাইল ফোনের মেসেজ অপশনে এ গিয়ে টাইপ করতে হবে  KB <SPACE> Album Name পাঠিয়ে দিতে হবে ৪৬৩৬ নম্বরে। এছাড়া email করা যাবে info@bangladhol.com – এই ঠিকানায়। নাম পাঠানোর শেষ তারিখ ১ ফেব্রুয়ারি।