Wednesday, 09 April 2025, 04:21 AM

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আঘাত, ৭ রাজ্যে জরুরি অবস্থা...

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আঘাত, ৭ রাজ্যে জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি রাস্তা পরিষ্কার করছে ফায়ার ফাইটার কর্মীরা।


যুক্তরাষ্ট্রে ৩০টিরও বেশি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন। ঝড়ের কারণে অঙ্গরাজ্যগুলোতে তুষারপাত এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা বিরাজ করছে। ঝড়ের কারণে সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৫ জানুয়ারি (রবিবার) শীতকালীন ঝড়টি আঘাত হানে বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, একটি মেরু ঘূর্ণিঝড় আর্কটিক থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ঠান্ডা আবহাওয়া নিয়ে এসেছে, যার কারণে এ চরম পরিস্থিতি বিরাজ করছে। এই ঝড় গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত এবং সবচেয়ে ঠান্ডা তাপমাত্রার কারণ হতে পারে।


ঝড়ের কারণে বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। এ ছাড়া ভারী তুষারপাতের কারণে অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন এবং স্কুল বন্ধ রয়েছে।


তুষারঝড়ের কারণে কানসাস এবং মিসৌরিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) জানিয়েছে, কানসাস এবং উত্তর-পশ্চিম মিসৌরির কিছু অংশে তুষারঝড়ের পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাট তুষার ও বরফে ঢাকা ছিল এবং কর্মকর্তারা বাসিন্দাদের ভ্রমণ এড়াতে অনুরোধ করেছেন।


এ ছাড়া কেনটাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, আরকানসাস এবং নিউ জার্সির কিছু অংশেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


দক্ষিণ ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত মোট ছয় থেকে ১২ ইঞ্চি (১৫ থেকে ৩০ সে.মি.) তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে সোমবার শত শত স্কুল না খোলার ঘোষণা দিয়েছে, যার মধ্যে ইন্ডিয়ানাপলিস, সিনসিনাটি, ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়ার পাবলিক স্কুলও রয়েছে।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) বলছে, ঝড়টি সোমবার (৬ জানুয়ারি) রাতে উপকূল থেকে সরে যাবে। সোম ও মঙ্গলবার দিনের তাপমাত্রা পূর্ব উপকূলের সমভূমি থেকে গড়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট কম হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P