Friday, 11 April 2025, 12:22 PM

জাপানি ভাষার লেভেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

শীর্ষ জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা (টপ-জে) অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত জাপান এ্যাম্বাসির সেকেন্ড সেক্রেটারি ইয়ামত কাই হেই।


এ পরীক্ষায় বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষার বিভিন্ন ইনিস্টিউট থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিসিক জাপানি ল্যাংগুয়েজ উত্তরা,মর্ডান ল্যাংগুয়েজ উত্তরা, মেইজি এ্যাডুকেশন ধানমন্ডি, হাসি গো মিরপুর ও গ্রেটওয়াল ল্যাংগুয়েজ সেন্টার উত্তরাসহ আরো কয়েকটি সেন্টারের শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন।


একটা সময় ছিল যখন প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল। কিন্তু এখন বহির্বিশ্বের প্রযুক্তির ছোঁয়া বাংলাদেশেও লেগেছে।
সময় বদলে যাচ্ছে। লোকেরা নতুন নতুন উদ্ভাবন এবং প্রযুক্তি গ্রহণ করছে, ঠিক তেমনি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকেও তাল মিলিয়ে তা বজায় রাখতে হবে। বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক কর্মীশক্তি প্রস্তুত করার ক্ষেত্রে শুধু নয়, সামগ্রিক অর্থনীতির ভবিষ্যৎ ও ছাত্রদের হাতেই রয়েছে।
এ কাজে
শুধু পুঁথিগত বিদ্যা নয়, থাকতে হবে বাস্তবিক প্রয়োগ। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে সহজেই প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য যথেষ্ট পরিমাণে বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। যে বিষয়েই ইউনিভার্সিটি ডিগ্রি নেওয়া হোক না কেন, শিক্ষার্থীরা চাইলে যেন এসব কোর্সের মাধ্যমে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে পাস করার পরেই দেশ বিদেশে যে কোন চাকরি পেতে পারে বা নিজের আয়ের উৎস নিজেই তৈরি করতে পারে।


জাপানের বিশেষজ্ঞদের উন্নতমানের গবেষণা তাদের প্রযুক্তিতে অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে। বিভিন্ন খাতে জাপান উন্নতি সাধন করেছে যেমন- অটোমোবাইল, ইলেক্ট্রনিক্স, মেশিনারি, অপটিক্স, ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্স এবং আরও নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। এভাবেই দিনের পর দিন জাপানের শিক্ষা ব্যবস্থা সংস্কার লাভ করেছে। তাদের শিক্ষা ব্যবস্থায় শুধু পুঁথিগত জ্ঞান নয়, হাতে কলমে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই যন্ত্র তৈরি থেকে শুরু করে, চালনা এবং নানা সমস্যা সমাধানের কাজও করে থাকে।

আজ রবিবার সকাল ০৯.৩০ ঘটিকায় এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে জাপানি ভাষা লেভেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রেজারার প্রফেসর ড.মোঃ নুরুল ইসলাম, ডিপুটি রেজিস্ট্রার মাহবুবুর রহমান, গভঃ পলিটিক্স ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর জাকির হোসেন, অর্থনৈতিক বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদূলসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, টপ-জের জাপানি রিপ্রেজেনটেটিভ সোহিও সাইদা। টপ-জের পরিচালক সিরাজুল ইসলাম বলেন
জাপানের এশিয়া ফাউন্ডেশন গ্লোবিজ বিডি লিমিটেড এর যৌথ উদ্যোগে এ পরীক্ষা প্রতি দুই মাস পর পর অনুষ্ঠিত হয়।
প্রফেসর সিরাজুল ইসলাম আরো বলেন, জাপানে পড়াশুনা ও জব ভিসা আইটি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার,কনস্ট্রাকশন, কেয়ার গিভার সহ যে কোন ক্যাটাগরিতে জাপান যেতে সকল আগ্রহীদের জন্য জাপানি ভাষার প্রাথমিক পর্যায় এন-৫ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভিসার জন্য আবেদন করতে হয়।বাংলাদেশীদের জন্য জাপান সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় জাপানি ভাষা শিখার গুরুত্ব আনুপাতিক হারে অনেকটাই বেড়েছে।
এছাড়াও তিনি আরে বলেন,বাংলাদেশী ছাত্র ছাত্রীদের নিকট দিনে দিনে জাপানী ভাষার কদর বেড়েই চলেছে। বর্তমানে জাপানে স্টুডেন্ট ভিসা / জব ভিসা প্রত্যাশী সকলের জন্য জাপানি ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় পরীক্ষার্থীরা বলেন জাপানি ভাষা শিখে, জেনে বুঝে জাপান যেতে পারলে দেশের মর্যাদা বাড়ার পাশাপাশি নিজের আয় ও বাড়বে। টপ-জে
কর্তৃপক্ষের সু-শৃঙ্খল আয়োজনে ঢাকার বিভিন্ন ইনস্টিটিউট থেকে পরিক্ষা দেতে আসা পরীক্ষার্থীরা অনেক খুশি।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P